নেপালের বিপক্ষে ১-০ ব্যবধানে মুজিববর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটি ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ গোলশূন্য।
বাংলাদেশ ফুটবল দল ফিফা ও এএফসির টুর্নামেন্টের বাইরে ফ্রেন্ডলি ম্যাচ কমই খেলে থাকে। যে কারণে ফিফা র্যাংকিংয়েও দিনদিন পিছিয়ে পড়ছে লাল-সবুজ জার্সিধারীরা। চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে জাতীয় দলকে বেশিবেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর ব্যবস্থার কথা বলেছেন কাজী মো. সালাউদ্দিন। সে ঘোষণার অংশ হিসেবে চতুর্থবার দায়িত্ব নেয়ার এক মাস ১০ দিন পরই নেপালের সঙ্গে দুই ম্যাচ সিরিজ আয়োজন করে বাফুফে।
জাতি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ। নেপালের বিপক্ষে এ সিরিজটি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছে বাফুফে। সিরিজের নাম দেয়া হয়েছিল ‘মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২০।
এ নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল টানা তিনটি ফিফা ফ্রেন্ডলি সিরিজ জিতলো এবং তিনটি সিরিজই দক্ষিণ এশিয়ার তিন দেশের বিরুদ্ধে। ২০১৪ সালে শ্রীলংকাকে আমন্ত্রণ করে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই বছর ২৪ অক্টোবর যশোরে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ২৭ অক্টোবর রাজশাহীতে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।
গত বছর সেপ্টেম্বরে ভুটানকে এনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-১ গোলে এবং ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচ জামাল ভূঁইয়ারা জিতেছিল ২-০ গোলে। এবার জিতলো নেপালের বিপক্ষে, ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে।