অনেকদিন ধরেই ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে চলছে আলোচনা। যেখানে এক পর্যায়ে মনে হয়েছিল সিরিজটা মাঠে গড়াবে না। তবে সব জল্পনা-কল্পনা শেষে অবশেষে চূড়ান্ত হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর। সেই সাথে আক্ষেপ ঘুচতে চলছে ১৬ বছরের।
























২০০৫ সালে মার্কাস ট্রেসকথিকের নেতৃত্বে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরে তিনটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে খেলেছিল সফরকারীরা। এরপর কেটে গেছে ১৬ বছর। ইংলিশরা আর যায়নি পাকিস্তান সফরে। দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড।
তবে সফরে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচ দুটি খেলবেন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল ও বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
এ বিষয়ে, “এটি ঘোষণা করে ভালো লাগছে যে, ২০২১ সালের অক্টোবরে ইংল্যান্ড পুরুষ দল পাকিস্তানের বিপক্ষে খেলবে। ২০০৫ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড পাকিস্তান সফর করবে এবং এটি উভয় দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”
England will be touring Pakistan to play two T20s in October 2021.
This will be England's first visit to Pakistan in 16 years.
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 18, 2020