জয় দিয়েই চলতি বছরের সকল খেলা শেষ করেছে আর্জেন্টিনা। পেরুকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
পেরুর এই ম্যাচ দিয়ে চলতি বছরের মতো খেলা শেষ হয়েছে আর্জেন্টিনার। আন্তর্জাতিক ম্যাচে আবারও পরবর্তী বছরের মার্চ মাসে মাঠে নামবে লিওনেল মেসিরা।
ক’রোনার ধাক্কায় ২০২০ সালের অর্ধেকটাই কেটে গেছে ফুটবল ছাড়া। যেখানে মার্চে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেখানে তা শুরু হয়েছে গত অক্টোবরে।
ফলে স্বাভাবিক ভাবেই কম ম্যাচ খেলতে পেরেছে দলগুলো। মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে আর্জেন্টিনার। যার সবগুলো ম্যাচই ছিল বিশ্বকাপ বাছাইয়ের।
এই চার ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নিয়েছে তিনটি ম্যাচে, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোতে আলবেসিলেস্তেরা সর্বমোট গোল করেছে ৬টি অপরদিকে হজম করেছে ২টি।