বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে ফরচুন বরিশাল, জেমকন খুলনার পর এবার অধিনায়ক চূড়ান্ত করলো বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। স্বাভাবিকভাবেই ঢাকার নেতৃত্ব পেয়েছেন দলটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অন্যদিকে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মিঠুন আলীকে বেছে নিয়েছে চট্রগ্রাম।
ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরি থেকে মোস্তাফিজুর রহমানকে পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ‘এ’ ক্যাটাগরির অন্যদের তুলনায় মোস্তাফিজের তারকাখ্যাতি কম থাকলেও টি-টোয়েন্টিতে ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা ভালোই আছে। গত প্রেসিডেন্ট’স কাপে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি পেসার।
দুই হার্ড হিটার তরুণ লিটন দাস ও সৌম্য সরকার আছে গাজী গ্রুপে। দু’জনেরই ম্যাচ জেতানোর সামর্থ আছে। মিডল অর্ডারে ভরসা দিতে থাকবেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকতরা। বোলিং আক্রমনে মোস্তাফিজের সঙ্গে বৈচিত্র দিতে থাকবেন রাকিবুল হাসান, সঞ্জিত সাহা ও মেহেদি হাসানরা।
বলা যায় দলের তরুণ ক্রিকেটাররাই বাজি হবে অধিনায়ক মিথুনের জন্য। মিথুনের অধিনায়ক হওয়ার খবরটি আজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোচ কাজী সালাউদ্দিন।
গাজী গ্রুপ চট্টগ্রামের স্কোয়াড:
মোস্তাফিজু রহমান, লিটন দাস, মো. মিঠুন(অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।
বেক্সিমকো ঢাকার স্কোয়াড:
মুশফিকুর রহিম(অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।