ফুটবল ক্লাব বার্সেলোনা সম্পর্কে নিজের হতাশার কথা আরও একবার প্রকাশ করলেন লিওনেল মেসি। এবার সতীর্থ গ্রীজম্যানের এক আত্মীয়ের অভিযোগের ব্যাখ্যা দিয়ে হতাশার কথা প্রকাশ করেন এই ক্ষুদে জাদুকর।
গ্রীজম্যানের সাবেক এজেন্ট এবং একই সাথে তার আত্মীয় এরিক ওলহাটসের অতি সম্প্রতি বার্সেলোনায় এই ফরাসী তারকার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। যেখানে সে অভিযোগ করেন মেসির কর্তৃত্ব পরায়ন মনোভাব নিয়ে। তিনি আরও জানান গ্রীজম্যানের বার্সায় যোগ দেওয়ার সন্তুষ্ট নন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক বিরতি শেষে কাতালুনিয়ায় ফিরে গতকাল সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মেসি। যার জবাবে তিনি বলেন, “গ্রীজম্যানের চাচার বক্তব্য? আসলে ক্লাবের সব রকমের সমস্যার একমাত্র কারণ হয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি।”
নিজের ইচ্ছার বিরুদ্ধেই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। এক মৌসুমের জন্য থাকার সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি যদি এমন ঘোলাটে হয়েই থাকে তাহলে কে জানে হয়তো সামনের শীতকালীন দলবদলেও দল ছাড়তে পারেন এই ক্ষুদে জাদুকর।