বুধবার দুপুরে হুট করেই দেখা যায় বেক্সিমকো ঢাকার জার্সি গায়ে মুশফিকুর রহিমকে। এরপরই জল্পনা-কল্পনা শুরু হয় তবে কি ঢাকার অধিনায়ক হচ্ছেন মুশফিক। অবশেষে সেটাই সত্যি হলো। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে মুশফিকের কাঁধেই দায়িত্ব দেয়া হয়েছে।
মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে বেক্সিমকো ঢাকার অধিনায়ক করা হয়েছে, জানা গেছে দলীয় সূত্রের মাধ্যমে। অবশ্য মুশফিকই যে দলটির অধিনায়ক হচ্ছেন তা অনেকটা অনুমেয়ই ছিল। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন মুশফিক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বেক্সিমকো ঢাকা। যেখানে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সাথে বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া নাঈম শেখ, সাব্বির রহমান, মেহেদী হাসান রানারা আছে এই দলে।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, তানজিদ তামিম, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।