ইংল্যান্ড সফরকে সামনে রেখে ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াডের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সাথে তার সংস্পর্শে থাকায় আরও দুইজন ক্রিকেটার সহ তিন জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটার ও স্টাফ মিলিয়ে মোট ৫০ জনকে পরীক্ষা করানো হয়েছিল। যারমধ্যে কেবল একজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। কেপটাউনে আইসোলেশনে আছেন তিন জন ক্রিকেটার। এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) এটি নিশ্চিত করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একজন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং আরও দুই জন ক্রিকেটার তার সংস্পর্শে যাওয়ায় তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। এই মুহূর্তে আর কোনো ক্রিকেটারকে বদলি হিসাবে দলে নেওয়া হবে না। তবে ২১ তারিখের প্রস্তুতি ম্যাচের জন্য দুই জনকে দলে ডাকা হবে।”
এদিকে আগামী ২৭ নভেম্বর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ শুরু হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড দল ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছে।