strong>বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে ফরচুন বরিশাল, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়কের নাম ঘোষণার পর বাকি ছিল শুধু রাজশাহী অধিনায়কের নাম ঘোষণা। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি, থিম সং উন্মোচনের সাথে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক্ষেত্রে তারা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তরুণ নাজমুল হোসেন শান্তকে।



মিনিস্টার গ্রুপের হেড অফিসে অনুষ্ঠিত লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নাম ঘোষণা করে দলটি। উক্ত অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপ রাজশাহীর চেয়ারম্যান রাজ্জাক খান অধিনায়ক হিসেবে ঘোষণা করেন শান্ত’র নাম। দলনেতার নাম, জার্সি ও লোগো উন্মোচণের পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশন করা হয় দলটির থিম সং-ও।
আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটিতে স্বাগতিক বেক্সিমকো ঢাকার বিপক্ষে লড়বে দলটি। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ, ও সানজামুল ইসলাম।