বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর অধিনায়কের দায়িত্ব পেয়েই দলকে চ্যাম্পিয়ন করার আশা দিয়েছেন তরুন এই ক্রিকেটার। ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মাররাই আছে বলে স্বস্তিতে শান্ত।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জার্সি উন্মোচন ও অধিনায়ক ঘোষণার অনুষ্ঠানে নাজমুল বলেন, “আমাদের ভালো একটা দল হয়েছে। অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্যই খেলব। অনেক লম্বা একটা টুর্নামেন্ট। কিন্তু আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। সবাই যেটা নিয়ে কথা বলছেন (আইকন).. আসলে ঘরোয়া লিগে যারা পারফর্মার, প্রতি বছর ভালো ক্রিকেট খেলেন, তারাই আমাদের দলে আছেন। তরুণ ও অভিজ্ঞতা মিলিয়ে খুব ভালো একটা দল হয়েছে।”
“আশা করছি মাঠে আমরা ভালো খেলব। এতটুকু বলতে পারি যে আমাদের ভালো ক্রিকেট খেলা উপহার দিবো এবং অবশ্যই শতভাগ দিয়েই মাঠে খেলব। ইনশা-আল্লাহ আশা করছি, মাঠে ভালো কিছু দিতে পারব।”– যোগ করেন তিনি।