ফুটবল কিংবদন্তি ও তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলে কে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে মেসির সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড ভিন্ন উপায়ে উদযাপন করছে বিখ্যাত বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুদওয়েজার। মেসির গোল হজম করে প্রত্যেক গোলরক্ষককে স্মারক বিয়ার পাঠিয়েছে তারা।
644 goals = 644 moments of Messi magic
And yes, we’ve created a custom bottle for every single goal to send to the keepers to toast their part in history.
Kings recognize Kings ?#BeAKing #Messi #KingOfBeers #KingOfFootball pic.twitter.com/J3qo6Im3CE
— Budweiser Football (@budfootball) December 23, 2020
মেসির ঐতিহাসিক এই রেকর্ড সেলিব্রেশন করতে জন্য Budweiser স্পেশাল এডিশন হিসেবে ৬৪৪ টি বিয়ার বানিয়ে সেই সকল গোলরক্ষকদের বাসায় পাঠিয়েছে যাদের বিপক্ষে মেসি গোল করেছে।
মেসি যে গোলরক্ষকের বিপক্ষে ঠিক যতগুলো গোল করেছে সেই কয়টি বিয়ার সেই গোলরক্ষকের কাছে পাঠানো হয়েছে।
মেসি মোট ১৬০ জন গোলরক্ষকের বিপক্ষে গোল করেছে এবং তাদের প্রত্যেকেই বিয়ার গুলো পাবে।
"In this game, no goal is easy"
Which is why we’ve created a custom bottle for all 644 goals Leo Messi scored. Yes, that’s 644 unique bottles.
Sent to all 160 goalkeepers Messi scored against to toast their part in making history.#BeAKing #Messi #KingOfBeers #KingOfFootball pic.twitter.com/1oCgLvQm6B
— Budweiser Football (@budfootball) December 23, 2020
এই ১৬০ জনের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বিয়ার পেতে যাচ্ছে এক্স ভালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস; যার বিপক্ষে ১৭ দেখায় মেসি ২১টি গোল করেছে।