ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন সৌরভ গাঙুলি। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তবে দীর্ঘদিন ব্যাট হাতে না নিলেও তাঁর দক্ষতায় যে একটুও মরচে পড়েনি সেটাই দেখিয়ে দিলেন কলকাতার দাদা। ব্যাট–গ্লাভস পরে শুধু মাঠেই নামলেন না, অর্ধশতরানও করলেন। তবে তাঁর অপরাজিত ইনিংস দলকে জেতাতে পারল না। ২৮ রানে বিসিসিআই সচিব জয় শাহ’র দলের কাছে হেরে গেল সৌরভের দল।
বৃহস্পতিবার বহুল আলোচিত বার্ষিক সাধারণ সভায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে বুধবার এক প্রদর্শনী ম্যাচে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে খেলতে নেমেছিল সৌরভ গাঙ্গুলি একাদশ বনাম জয় শাহ একাদশ।
Dada in blue After So many years.#SouravGanguly pic.twitter.com/JsqKwQc5dA
— Ravi Desai ?? (@its_DRP) December 23, 2020
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে তিন উইকেটে ১২৮ রান করে জয় শাহ একাদশ। জয়দেব শাহ দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, ওপেন করতে নেমে সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মাত্র ২২ বলে করেন দুরন্ত ৩৭ রান। সাবেক বিসিসিআই ট্রেজারার অনিরুদ্ধ চৌধুরি করেন ৭ বলে ১০ রান।
জবাবে ব্যাট করতে নেমে পুরনো মেজাজেই ধরা দেন কলকাতার মহারাজ। আগেও যেভাবে বোলারদের উপর রাজত্ব করতেন, এদিনও তেমনই ব্যাটিং করেন সৌরভ। ৩২ বলে অপরাজিত ৫৩ রান করলেও দলের অন্য কেউ তাঁকে যোগ্যসঙ্গত দিতে পারেননি। ফলে ২৮ রান দূরেই থেমে যায় সৌরভ একাদশের ইনিংস।
বল হাতে দু’উইকেট নেন জয় শাহ। সৌরভকেও আউট করতে পারতেন। কিন্তু তাঁর বলে সৌরভের ক্যাচ ফেলে দেন দলের এক ফিল্ডার। তবে সভাপতি বনাম সচিবের লড়াইয়ে শেষ হাসি হাসলেন অমিতপুত্রই।
Shri Devajit Saikia, Secretary, ACA played alongside Shri Sourav Ganguly, President, BCCI and Former Indian Cricket Team Captain during an exhibition match held yesterday between BCCI President XI and BCCI Secretary XI at the newly constructed Motera Stadium, Ahmedabad, Gujarat. pic.twitter.com/8qmY0epFmn
— Assam Cricket Association (@assamcric) December 24, 2020