বিশ্বজুড়ে কো’ভিড-১৯ আবার জোরালো আকারে বেড়েছে, ছড়িয়ে পড়ছে দ্রুতই। আর সেই থাবা এবার পড়লো খেলার জগতে। বাতিল হয়ে গেল আগামী বছর ছোটদের জোড়া বিশ্বকাপ। ছেলেদের অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ২০২১-এর বদলে হবে ২০২৩ সালে।
ফিফা কাউন্সিল ব্যুরো বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ইন্দোনেশিয়ায় ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ পেরুতে হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এই দুটি দেশেই দুটি বিশ্বকাপ হবে। করোনার জেরে ছোটদের এই দুটি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
Update on FIFA Women’s World Cup™ and men’s youth competitions: https://t.co/tC2HvQpfxA
— FIFA Media (@fifamedia) December 24, 2020
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কো”ভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
উল্লেখ্য, ইতিমধ্যেই দুই দেশই তাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেকটাই এগিয়ে ফেলেছিল, সেজন্য দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।