আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশের মধ্যে ৬ দেশই একইদিনে টেস্টে খেলতে মাঠে নামতে যাচ্ছে। বক্সিং ডে’ টেস্টে কাল মাঠে নামছে ছয় বড় দল। এ দিন সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। এছাড়া সিরিজের প্রথম শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় দ্বিতীয় টেস্টে স্বাগতিক অজিদের বিপক্ষে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচ জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় ভোর ৪টায় কেন উইলিয়ামসনদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাবর আজমহীন পাকিস্তান। টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে রিজওয়ান-হাফিজরা।
আর সেঞ্চুরিয়ানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এই ছয় দল মাঠে থাকলেও বর্তমানে টেস্টে নেই বাংলাদেশ, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
১৮৮২ সালে অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে বক্সিং ডে ম্যাচ চালু হলেও ১৯৫০ সালে প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত। এ ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যদিও তখন শুধু মাত্র ম্যাচের প্রথমদিনকে বক্সিং ডে বলা হতো। তবে ১৯৮০ সাল থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া টেস্টের নাম দেয়া হয় বক্সিং ডে টেস্ট।