ইংলিশ প্রিমিয়ার লিগের হাই-ভোল্টেজ ম্যাচে লেস্টার সিটির সাথে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টারের মাঠে দৈরথটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
ইপিএলের লিগ টেবিলের দুই ও তিন নাম্বার দলের মধ্যে লড়াইটাও হলো শেয়ানে শেয়ানে। প্রতিপক্ষের মাঠে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের ২৩তম মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। ৩১তম মিনিটে হার্ভে বার্নসের গোলে সমতায় ফেরে স্বাগতিক লেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে ব্রুনো ফের্নান্দেজের গোলে আবারও পিছিয়ে পড়ে লেস্টার। যদিও ঠিক ছয় মিনিট পর জেমি ভার্ডি গোল করলে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা। বাকি সময়ে আর কোন গোলনা হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।