ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে সহজেই জিতেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।
ম্যাচের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে নিউক্যাসল ইউনাইটেডকে হারাল গার্দিওলার দল। সেই সাথে ধরে রাখল গত দুই দশক ধরে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে দলটির বিপক্ষে জয়ের ধারাবাহিকতা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে ফিরেছে সিটি। দুই অর্ধে একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান ও ফেররান তরেস।
লিগে নিজেদের মাঠে নিউক্যাসলের বিপক্ষে এই নিয়ে টানা ১২ ম্যাচ জিতল সিটি। সবশেষ তাদের মাঠ থেকে নিউক্যাসল জয় নিয়ে ফিরেছিল ২০০০ সালের সেপ্টেম্বরে, ১-০ গোলে।
১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।