ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের আইসিসি অ্যাওয়ার্ডস অব দ্য ডিকেডের (দশক) সেরা টেস্ট দল ঘোষণা করেছে। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে গড়া এই একাদশে ভারতের বিরাট কোহলিকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
দশক সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ভারতের আধিপত্য থাকলেও দশক সেরা টেস্ট দলে ইংলিশ ক্রিকেটারদের আধিক্য। ইংল্যান্ডের রাখা হয়েছে ৪ জনকে। তারা হলেন, অ্যালিস্টার কুক, বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসন।
এছাড়া আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, প্রোটিয়া গতি তারকা ডেল স্টেইন ও স্পিনার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
আইসিসির দশক সেরা টেস্ট দল:
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ভিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
Your ICC Men's Test Team of the Decade ?
A line-up that could probably bat for a week! ? #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEG
— ICC (@ICC) December 27, 2020