অ্যাডিলেড টেস্টে হেরে ১-০ ফলে পিছিয়ে থেকেই বক্সিং ডে টেস্টে মেলবোর্নে খেলতে নেমেছে ভারত। প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া ১৯৫ রানেই অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার থেকে ৮২ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে পাঁচটি উইকেট। ক্রিজে রয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর তাঁকে যোগ্যসঙ্গত দিচ্ছেন রবীন্দ্র জাডেজা।
বৃষ্টির কারণে শনিবার কয়েক ওভারের খেলা কম হয়। যেটুকু খেলা হয়েছে, তাতে মোটামুটি দৃঢ়ভাবেই ব্যাট করেছেন রাহানে। যদিও দু-দু’বার তাঁর ক্যাচ ফেলেছেন অজিরা। মিচেল স্টার্কের বলে রাহানে যখন ৭৩ রানে ব্যাট করছিলেন, তখন তাঁর ক্যাচ স্লিপে ফেলেন স্টিভ স্মিথ। তারপর যখন রাহানে ১০৪ রানের মাথায়, তখন গুড লেন্থ থেকে হঠাৎ উঠে আসে বল। রাহানের ব্যাটে লেগে ওঠা বলকে ক্যাচ লুফেও ফেলে দেন ট্র্যাভিস হেড।
যদিও দিনের শেষে শেষ হাসি হাসলেন রাহানেই। চলতি টেস্ট সিরিজে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করে ১০৪ রানে অপরাজিত আছেন রাহানে।
Rain stops play and it's stumps at the MCG on day two ☔
India lead by 82 runs with the partnership for the sixth wicket past 100 ? #AUSvIND SCORECARD ? https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/vehxjPSmnm
— ICC (@ICC) December 27, 2020
২০১৯ সালের নভেম্বরের পরে এক বছরের বেশি সময় পেরিয়ে কোন ভারতীয় ব্যাটসম্যান টেস্টে শতরান করলেন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি শেষবার শতরান পেয়েছিলেন।
এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে আজ থেকে ১৪ বছর আগে ঘটেছিল। ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মনোজ প্রভাকর ১২০ রানের ইনিংস খেলার পরে ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ১২২ রানের ইনিংস খেলেছিলেন।