দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গতকালই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। আর এই রানকে টপকানো হলো না তার। পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ঐ ইনিংসে দৌড়ে রান নিতে গিয়ে উরুর পেশিতে চোট পান তিনি। কোনোমতে রান পূর্ণ করেই মাঠে শুয়ে পড়েন সে সময় ৭৯ রানে থাকা এই ব্যাটসম্যান। এরপর সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
আজ পরীক্ষার পর দুই টেস্টের সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অথচ দলের বিপর্যয়ের মূহুর্তে চান্দিমালকে নিয়ে করেছেন ২৩০ রানের দারুণ জুটি। কিন্তু চান্দিমাল ফিরে গেলেও তার দিকে তাকিয়ে ছিল শ্রীলঙ্কা।
কিন্তু তখনই দক্ষিণ আফ্রিকার বোলার লুথো সিমপালার বলে রান নিতে গিয়ে এই ইনজুরিতে পড়েন সিলভা। এরপর ১ ছক্কা ও ১১ চারে ১০৬ বলে ৭৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আর আজ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে করে ৩৯৬ রান।
Just in: Dhananjaya de Silva, who retired hurt during Sri Lanka's first innings in Centurion on Saturday, has been ruled out of the rest of the Test series against South Africa due to a thigh strainhttps://t.co/OwnApUiJg6 #SAvSL pic.twitter.com/lIPn9iji4R
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 27, 2020