অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কেঁদে ফেললেন এই সিরিজেই অভিষেক হওয়া পেসার মোহাম্মদ সিরাজ। মেলবোর্ন টেস্টে অভিষেকের পর এটি সিরাজের দ্বিতীয় টেস্ট। ডেভিড ওয়ার্নারকে আউট করে ইতিমধ্যেই সিডনিতে প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি।



এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। এরপর ২ দল মাঠে এসে দাঁড়ায় জাতীয় সঙ্গীতের জন্য। ভারতের জাতীয় সঙ্গীতের সময় চোখের জল আটকাতে পারেননি সিরাজ। দু’হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। দেশের হয়ে খেলাটা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। সেই স্বপ্নের রাজপথে এগিয়ে চলেছেন সিরাজ।
অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে আসার পর তাঁর বাবার মৃত্যুর খবর আসে। কিন্তু দেশে ফেরেননি সিরাজ। ক্রিকেট ক্রিজেই দাঁতে দাঁত চেপে বাবার স্বপ্ন পূরণের লড়াইটা চালিয়ে যান তিনি। অ্যাডিলেডে প্রথম টেস্টে মহম্মদ সামি চোট পেয়ে বসে যাওয়ায় মেলবোর্নে সিরাজের ভাগ্যে শিকে ছেঁড়ে। জীবনের প্রথম টেস্টেই তিনি তুলে নেন ৫ উইকেট, প্রথম ইনিংসে ৪০ রানে পান ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ টি।
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN
— cricket.com.au (@cricketcomau) January 6, 2021