আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রথম ধাপের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার ও কোচিং স্টাফরা। শুক্রবার প্রাপ্ত ফলাফলে এই ধাপের সব ক্রিকেটারের করোনা নেগেটিভ এসেছে।



গতকাল বৃহস্পতিবার প্রাথমিকভাবে ডাক পাওয়া ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষার প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল। যার ফল শুক্রবার জানা গেল। তবে শনিবার দ্বিতীয় দফায় নমুনা দিতে হবে সকলকে। দুই দফায় নেগেটিভ আসলেই মিলবে বায়োবাবলে প্রবেশের অনুমতি।
প্রসঙ্গত যে, ১০ জানুয়ারি বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এছাড়া ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।
একনজরে ওয়ানডের প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন।
টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।