পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবার আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১০ জানুয়ারি)। যেখানে ড্রাফটে অংশ নিতে যাচ্ছেন ২০ জন বাংলাদেশী ক্রিকেটার।



প্লেয়ার ড্রাফটকে সামনে রেখে আজ ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে পিসিবি। এই তালিকায় আছেস টাইগার ২০ ক্রিকেটার। তালিকায় সবচেয়ে দামী ক্যাটাগরিতে যে মোস্তাফিজ আছেন সেটি সবারই জানা।
মোস্তাফিজের পর দ্বিতীয় সর্বোচ্চ দামের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তৃতীয় সর্বোচ্চ মূল্যের গোল্ড ক্যাটাগরিতে আছেন ১১ জন বাংলাদেশী ক্রিকেটার।
সিলভার ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে এনামুল বিজয়দের সাথে আছেন মেহেদী হাসান রানা, নাসুমের মতো ক্রিকেটাররা।
পিএসএলের ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা
প্লাটিনাম ক্যাটাগরি : মুস্তাফিজুর রহমান
ডায়মন্ড ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ
গোল্ড ক্যাটাগরি : আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
সিলভার ক্যাটাগরি : আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।
Check out the category wise player lists for the #HBLPSLDraft
Platinum, Diamond, Gold (Foreign)
More: https://t.co/E9sW6c4rdZ pic.twitter.com/p5Uf3LrKBY
— PakistanSuperLeague (@thePSLt20) January 9, 2021