কলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগে অভিষেকটা স্মরণীয়ই হয়ে থাকল জামাল ভূঁইয়ার। প্রথম একাদশে মাঠে নামা বাংলাদেশ অধিনায়ক ৮৭ মিনিট ছিলেন মাঠে। দারুণ কিছু নৈপুণ্যেও মেলে ধরেছেন এই মিডফিল্ডার। দলও আসর শুরু করেছে জয় দিয়ে।



শনিবার দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছে ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান। যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচটি মোহামেডান জিতেছে ১-০ গোলে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ফয়সাল আলী।
দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো ফুটবলার খেলছেন ভারতীয় লিগে। আই লিগ দেশটির দ্বিতীয় স্তরের লিগ। এরপরও জামালের কলকাতা মোহামেডানে যোগ দেওয়া এ দেশে যেমন বড় খবর, ভারতে তার চেয়ে কোনো অংশে কম নয়।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আই লিগ শুরু করেছে কলকাতা মোহামেডান। একটাই লক্ষ্য শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগে কোয়ালিফাই করা। এই মিশনে জামালকে দলটি বেছে নিয়েছে অন্যতম অস্ত্র হিসেবে।
জামাল নিজেও যোগ দিয়েছেন সে আকর্ষণেই।
কলকাতায় লিগ শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগেই আবার সাইফ স্পোর্টিংয়ে ফেরার কথা তার। জামালকে ছাড়াই যারা মৌসুম শুরু করেছে এবং এরই মধ্যে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেছে।
করোনার কারণে এবারের আই লিগ হচ্ছে শুধু কলকাতায়। ১১ দলের আসরের খেলাগুলো হবে চারটি স্টেডিয়ামে। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চলে যাওয়ায় আই লিগে কলকাতার দল এখন শুধু মোহামেডানই।
দলটির পরের ম্যাচ ১৪ জানুয়ারি। এদিন পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে চার্লিস ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।