ভারতীয় দলের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় এ বার নাম লেখালেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। পন্থের চোট এতটাই গুরুতর ছিল যে দ্বিতীয় ইনিংসে তাঁর বদলে কিপ করতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। অন্যদিকে, চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার জাদেজা।



মিচেল স্টার্কের একটা শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান জাদেজা। তবে তিনি ব্যাটিং চালিয়ে যান। ভারতীয় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তিনিই অপরাজিত থাকেন ৩৭ বলে ২৮ রান করে।
প্রথম ইনিংসে নায়ক ছিলেন জাদেজা। অজিদের ৪জনকে আউট করার পাশাপাশি স্টিভ স্মিথকে দুরন্ত থ্রোয়ে রান আউট করেন। তবে এই চোটের কারণে চতুর্থ টেস্টে জাদেজাকে পাবে না ভারতীয় দল।
এর আগে চেতেশ্বর পুজারার সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পন্থ। ছন্দেই ছিলেন তিনি। তবে কামিন্সের একটি শর্ট বল টাইমিংয়ে হেরফের ঘটিয়ে মিস করে বসেন তিনি। সেই বল কনুইয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। যদিও তাকে পাওয়া নিয়ে আশাবাদী ভারত।
Ravindra Jadeja received a blow to his left thumb and didn't take the field for Australia's second innings
(? available in the Indian subcontinent only) | #AUSvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 9, 2021