স্থগিত হয়ে গেল সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের মধ্যকার চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। মূলত বায়োবাবলে থাকা অবস্থায়ই ৩ ক্রিকেটারের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তাতে আর মাঠে গড়ালো না দ্বিতীয় ম্যাচটি।



গত ২৯ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের করোনা টেস্টে সবাই নেগেটিভ হলেও ৭ জানুয়ারি প্রথমে করোনা শনাক্ত হয় চিরাং সুইয়ের। পরদিন করোনা পজিটিভ হন আরিয়ান লাকরা। এরপর নতুন করে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন আলিশান শারাফু। যার ফলে স্থগিত করা হয়েছে দ্বিতীয় ম্যাচ।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক আরব আমিরাত। তিন শতকের সেই ম্যাচে ৬ উইকেটে জয় পায় আমিরাত। যা তাদের ওয়ানডে ইতিহাসের প্রথম জয়। তাই সিরিজে ১-০ তে এগিয়ে আছে আমিরাত।
?: MATCH POSTPONED
The second ODI between @EmiratesCricket and @Irelandcricket has been rescheduled after a positive COVID test reported.
➡️ https://t.co/bNyKMhp6cR#BackingGreen ☘️? pic.twitter.com/BZOp5u6nXK
— Cricket Ireland (@Irelandcricket) January 9, 2021