গত চার দশকে ম্যাচ বাঁচাতে শেষ বা চতুর্থ ইনিংসে সবথেকে বেশি ওভার লড়াই চালাল ভারত। সিডনির শেষ ইনিংসে ভারত ১৩১ ওভার ব্যাট করে রবিচন্দ্র আশ্বিন ও হুনুমান বিহারি ষষ্ঠ উইকেটে ব্যাট করেছেন ৪৩ ওভার। শেষবার ১৩১ ওভার ব্যাট করে ভারত ম্যাচ ড্র করেছিল ১৯৭৯-৮০ সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে।



সার্বিকভাবে ড্র ম্যাচের শেষ ইনিংসে ভারতের এটি যুগ্ম চতুর্থ দীর্ঘতম ইনিংস। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০.৫ ওভার ব্যাট করে ভারত টেস্ট ড্র করেছিল। আর এশিয়ার কোনও দলের অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ইনিংসে সবথেকে বেশি ওভার ব্যাট করে ম্যাচ বাঁচানোর রেকর্ড এটাই।
ম্যাচ ড্র করতে ভারতের সবথেকে বেশি ওভারের লড়াই:
১৫০.৫ ওভার: বনাম ইংল্যান্ড (ওভাল, ১৯৭৯)
১৩৬.০ ওভার: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা, ১৯৪৮-৪৯)
১৩২.০ ওভার: বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বই, ১৯৫৮-৫৯)
১৩১.০ ওভার: বনাম পাকিস্তান (দিল্লি, ১৯৭৯-৮০)
১৩১.০ ওভার: বনাম অস্ট্রেলিয়া (সিডনি, ২০২০-২১)
?? 1 – 1 ??
R Ashwin and Hanuma Vihari bat through the session; the Test ends in a draw
We go to Brisbane with the series on the line#AUSvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 11, 2021
DRAW! It's a draw! India bat out the final day to hold on with five wickets in hand.
Incredible! #AUSvIND pic.twitter.com/D0Lo4sv8VN
— cricket.com.au (@cricketcomau) January 11, 2021