আজ ১১ জানুয়ারি সোমবার দুপুরে দুই থেকে তিন হলেন বিরাট- অনুশকা। এদিন দুপুরে বিরাটকে সন্তান উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার অনুশকা শর্মা বিরাট কোহলি নিজেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মা ও মেয়ে দুজনের সুস্থ রয়েছেন বলে বিরাট জানান।



সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লিখিত বার্তা দিয়েছেন কোহলি। তাতে লিখেছেন, আজ বিকেলে আমাদের একটি কন্যা সন্তান হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই, এতো ভালোবাসা ও আশীর্বাদের জন্য। আনুশকা এবং আমাদের কন্যা দু’জনেই সুস্থ-স্বাভাবিক আছে। জীবনের নতুন এই অধ্যায়ে আমরা সত্যিই আপ্লুত। আমরা আশা করি, এই সময়ে আমাদের প্রাইভেসিকে আপনারা সম্মান করবেন।
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
এদিকে কোহলির এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আনুশকা এবং তাকে বাবা-মা হওয়ার শুভেচ্ছায় সিক্ত করছেন ভক্তরা।
উল্লেখ্য, দীর্ঘ দিন ভালবাসার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বলিউডে তারা একজন সুখী দম্পতি হিসেবে পরিচিত।