সময়টা মোটেও ভালো যাচ্ছে না জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো ডিবালার। অফ ফর্ম, কোচের আস্থা না থাকা কিংবা ইনজুরি – পিছু লেগেই আছে এই তারকার।
ইনজুরির কারণে আরও একবার মাঠের বাইরে চলে গেলেন ডিবালা। এবার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরি আ’য় ইন্টার মিলানের বিপক্ষে ইতালিয়ান ডার্বিতে খেলা হচ্ছে না জুভেন্টাসের এই তারকার।



এছাড়া ইতালিয়ান কাপ ও সুপার কাপের ফাইনালেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে।
ডিবালার ক্লাব জুভেন্টাস তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “আজ সকালে পাউলো ডিবালার চোট নির্ণয় করা হয়েছে। তার বাঁ হাঁটুর লিগামেন্টের ক্ষতি হয়েছে। সেরে উঠতে সর্বোচ্চ ১৫ থেকে ২০ দিন লাগবে।”