আর মাত্র দেড় মাস পর ৫৪ বছরে পা রাখবেন জাপানের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা কাজুওশি মিউরা। তবে সেটা যে শুধুই একটি সংখ্যা, ফুটবল মাঠে তার দাপিয়ে বেড়ানোতেই প্রমাণ হয়। যেকারনে জাপানের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা মিউরার সঙ্গে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইয়োকোহামা এফসি।
জাপানের সাবেক এই স্ট্রাইকার ইয়োকোহামায় যোগ দেন ২০০৫ সালে। দলটির হয়ে টানা ১৭ মৌসুম খেলার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত তিনি।



১৯৮৬ সালে ব্রাজিলের দল সান্তোসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন মিউরা। ২০১৭ সালে জাপানের পেশাদার লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডও গড়েন তিনি। ক্লাব গুন্মার বিপক্ষে করা সেই গোলের দিন তার বয়স ছিল ৫০ বছর ১৪ দিন।
জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা মিউরা সেরি আর দল জেনোয়া ছাড়াও খেলেছেন ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ান লিগে।