করোনা-বিরতি শেষে প্রায় ১১ মাস পর বাংলাদেশের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এর আগে বড় দুঃসংবাদ হানা দিয়েছে টাইগার শিবিরে। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।



গতকাল ১১ জানুয়ারি, সোমবার অনুশীলন করার সময় বল লেগে তাসকিনের বাঁ হাতের আঙ্গুল ফেটে গেছে। চোট সারাতে হাতে লেগেছে তিনটা সেলাই, আছেন ৭২ ঘন্টার পর্যবেক্ষণে। তবে উইন্ডিজ সিরিজ শুরু হতে এখনো সপ্তাহ খানেক বাকী থাকলেও বোলিং হাতে ইনজুরিতে না পড়ায় কম ঝুঁকি নিয়ে খেলতে পারবেন তাসকিন। এমনটা আশা করছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।
তিনি বলেন, “তাসকিনের শুধু স্কিন ইনভলমেন্ট, সিরিয়াস কিছুনা। ৭২ ঘন্টার পর্যবেক্ষণ শেষে বোঝা যাবে কি অবস্থা। তবে সে দ্রুতই মাঠে ফিরবে বলে আসা করছি। আগামী ৭-১০ দিনের মধ্যেই মাঠে ফিরতে পারবে বলে মেডিকেল বিভাগের মতামত।”
“বলা যায় সে সিরিজে আছে এখনো পর্যন্ত কিন্তু বাকিটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ব্যাপার। যে ইনজুরি ওর তাতে নূন্যতম ঝুঁকি নিয়ে খেলে ফেলা যাবে। বাঁহাতে তিনটা সেলাই পড়েছে, যেহেতু বোলিং হাত না সেহেতু ঝুঁকি কমই।”– যোগ করেন তিনি।