কয়দিন আগেই সব খেলা থেকে অবসর নিয়েছেন। আর এবার কোচ হিসেবে নাম লেখালেন পাকিস্তানের একসময়ের তারকা পেসার উমর গুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গুল।



কোয়েটা গ্ল্যাডিয়েটর মালিক নাদিম ওমর এমন একজনকে দলের কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গুলের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং উসমান শিনওয়ারির মতো গতিতারকা আছে দলে। তার কাছ থেকে উপকৃত হবে।’
টি-টোয়েন্টি ফরমেটে অনেক বছর খেলেছেন উমর গুল। রাজ্জাকের স্থলে তাকে পাওয়াটা সৌভাগ্যের বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ। পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের স্থলাভিষিক্ত হলেন গুল।


উল্লেখ্য, ৩৬ বছর বয়সী গুল পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ১৬৩টি উইকেট নিয়েছেন। ১৩০ ওয়ানডেতে তার শিকার ১৭৯টি উইকেট। এছাড়া ৬০ টি-টোয়েন্টি ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন গুল।