চলতি মৌসুমের বাকি থাকা সময়ের জন্য রিয়াল মাদ্রিদ থেকে নিজের সাবেক ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে যোগ দিলেন সার্বিয়ান তারকা লুকা জভিচ।
জভিচের সাথে করা চুক্তির বিষয়টি গতকাল নিজেদের ওয়েবসাইটে জানায় উভয় ক্লাব।



দুই বছর আগে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকেই ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দিয়েছিলেন এই সার্বিয়ান ফুটবলার। তবে রিয়ালে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। চোট ও নেতিবাচক কাণ্ডে বিভিন্ন সময় হয়েছেন শিরোনাম।
সব প্রতিযোগিতা মিলে দেড় বছরে রিয়ালের হয়ে ৩২ ম্যাচে মাত্র দুই গোল করেছেন ২৩ বছর বয়সী ইয়োভিচ।