বাংলাদেশে আসার আগে এক ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিল উইন্ডিজদের। এরপর সবার করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ প্রমাণিত হবার পরই ঢাকায় আসে তারা। এরপর ঢাকায় প্রথম দফা টেস্টেও সবার রিপোর্ট নেগেটিভ প্রমাণিত হয়। কিন্তু বুধবার দ্বিতীয় দফা করোনা টেস্টে এক ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।



জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য স্পিনার হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হয়েছে। গেল বুধবার করা করোনা পরীক্ষায় এই লেগ স্পিনারের পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে আছেন। ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।
বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।
আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
🚨WI Tour of Bangladesh update🚨
Hayden Walsh Jr. to miss ODIs due to COVID-19 positive test. #BANvWIRead More⬇️https://t.co/KojvNo7cOd pic.twitter.com/FS6yDD0RSL
— Windies Cricket (@windiescricket) January 14, 2021