দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় লিড দেখছে সফরকারী ইংল্যান্ড। যেখানে শ্রীলঙ্কার দলীয় ১৩৫ রানের জবাবে রুটের একাই ১৬৮ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেন। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩২০ রান। যেখানে তাদের লিড গিয়ে দাঁড়ায় ১৮৫ রানে।



গতকাল শুরু হওয়া এই টেস্টে আগে ব্যাট নিজেদের প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেটে ১২৭ রান করে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা।
আজ দ্বিতীয় দিনে জনি বেয়ারস্টো ও জো রুট দারুণ শুরু করলেও ৯৩ বলে ৪৭ রান করে লাসিথ এম্বুলদেনিয়ার শিকার হয়ে ফিরেন বেয়ারস্টো। এরপর চতুর্থ উইকেটে রুট ও লরেন্স গড়েন ১৭৩ রানের অনবদ্য এক জুটি।
তবে শতকের পথে থাকলেও ১৫০ বলে ৭৩ রান করা লরেন্স সাজঘরে ফেরেন। এরপর
২৫৪ বলে ১৬৮ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেন রুট। তার সাথে ৭ রানে অপরাজিত আছেন বাটলার।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৩৫/১০ (৪৬.১ ওভার)
চান্দিমাল ২৮, ম্যাথিউস ২৭
বেস ৩০/৫, ব্রড ২০/৩
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩২০/৪ (৯৪ ওভার)
রুট ১৬৮*, লরেন্স ৭৩, বেয়ারস্টো ৪৭
এম্বুলদেনিয়া ১৩১/৩
ইংল্যান্ডের লিড ১৮৫ রান।
Persistent rain has ended the second day’s play early in Galle.
England will resume tomorrow on 320/4 🏏#SLvENG Scorecard ➞ https://t.co/uTfWpFGwrm pic.twitter.com/8xfBAWjtSY
— ICC (@ICC) January 15, 2021