অবশেষে এল সেই মুহুর্ত। মুম্বাইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটল কিংবদন্তি শচিন টেন্ডুলকরের পুত্র অর্জুন টেন্ডুলকরের। শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হল জুনিয়র সচিনের।



তবে বলার মতো সাফল্য পাননি বাঁহাতি এ পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিং অর্ডারে তাকে রাখা হয়েছিল ১১ নম্বরে। ব্যাটিংয়ে নামলেও কোনো বল খেলার সুযোগ পাননি। পরে বল হাতে ৩ ওভারে ৩৪ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তার দল মুম্বাই ম্যাচ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের এটি টানা তৃতীয় পরাজয়। যার ফলে গ্রুপপর্ব থেকে বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে তাদের। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি ২১ বছর বয়সী অর্জুন।