চার ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। মারনাস লাবুশেনের শতকে প্রথম দিন শেষে ২৭৪ রান জড়ো করেও দ্বিতীয় দিনে ৯৫ রান তুলতেই অলআউট অজিরা। ঠাকুর-নটারেজনদের বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ৩৬৯ রানে থামে অস্ট্রেলিয়া।



ব্রিসবেন টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে (১) হারায়। মোহাম্মদ সিরাজের বলে ফিরেন তিনি। এরপর শার্দূল ঠাকুরের বলে ফিরেন এই সিরিজের শেষ টেস্টে ডাক পাওয়া মার্কাস হ্যারিস (৫)।
একপাশ আগলে রেখে লাবুশেনে খেলতে থাকলেও তাকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েড। স্মিথ ৩৬ ও ওয়েড ৪৫ রান করে বিদায় নিলেও জীবন পাওয়া লাবুশেন পূর্ণ করেন সেঞ্চুরি।
এরপর আরেক অভিষিক্ত থাঙ্গারাসু নটরাজনের দ্বিতীয় শিকারে হয়ে ২০৪ বলের মোকাবেলায় করেন ১০৮ রান করে ফিরেন লাবুশেন। আর আজ দ্বিতীয় দিনে গ্রিন ৪৮ ও পেইন ৫০ রান করে ফিরলে আর বেশি সময় দাঁড়াতে পারেনি কেউ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৬৯/১০ (১১৫.২ ওভার)
লাবুশেন, ১০৮, ওয়েড ৪৫, পেইন ৫০ স্মিথ ৩৬, গ্রিন ৪৮
নটরাজন ৭৮/৩, সুন্দর ৮৯/৩, ঠাকুর ৯৪/৩