আসছে ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বাংলাদেশ দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে ইতিমধ্যে। আর আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে নিজেদের ঝালিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।



উইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলেছে এক ম্যাচ। এক ইনিংসের এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জশুয়া ডা সিলভা, সুনীল অ্যামব্রিস আর রবম্যানরা। আর বল হাতে ভাল করেছেন আকিল হোসেন ও রেমন রেইফার। উভয়ই ২ টি করে উইকেট নেন। ১ টি করে উইকেট পান আলঝারি জোসেফ, রাখিম কর্নওয়াল, জেসন মোহাম্মদ ও কায়েল মায়ের্স।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ওয়েস্ট ইন্ডিজ একাদশ ২৫৮/৯ (৪৭)
অ্যামব্রিস ৩৯, জশুয়া ৫৬ (রিটায়ার্ড আউট), বোনার ২১, নায়ের্স ৯, ম্যাককার্থি ১৯, রবম্যান ৪৯, জেসন ৪, রেইফার ১, হ্যামিল্টন ২০, জোসেফ ১৮*।
জোসেফ ১/২০, আকিল ২/৪৬, রেইফার ২/৪২, কর্নওয়াল ১/২০।