দীর্ঘ অপেক্ষার পর ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে নির্ভুল আম্পিয়ারিংয়ের জন্য থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। সিরিজের প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে ডিআরএস।




গতকাল সোমবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ডিআরএস পরিচালনার জন্য বাংলাদেশে যার আসার কথা তিনি এখনো ইংল্যান্ডে। আর ক’রোনার কারণে ইংল্যান্ড ফেরতদের ক্ষেত্রে আছে কোয়ারেন্টিনের বিধিনিষেধ। তাই প্রথম ম্যাচে ডিআরএসের ব্যবহার নিয়ে সংশয় ছিল।
তবে পরবর্তীতে বিসিবি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচ থেকেই ডিআরএসের ব্যবহার থাকবে। ডিআরএস পরিচালনার প্রকৌশলী ও তার সহযোগীদের গত রবিবারই (১৭ জানুয়ারি) বাংলাদেশে পাঠিয়েছে আইসিসি। সরকারের কাছ থেকে কোয়ারেন্টিনের শর্ত শিথিলের সংকেতও মিলেছে, যা প্রয়োগ করা হয়েছিল ব্যাটিং কোচ জন লুইসের ক্ষেত্রেও।
উল্লেখ্য, ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস মূলত সেই প্রযুক্তি, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে যে প্রযুক্তির আশ্রয় নেন ক্রিকেটাররা।