দীর্ঘ ১০ মাস বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফেরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই আইসিসি ওয়ানডে লিগ শুরু করতে যাচ্ছে দুই দল। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের সাথে অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হচ্ছে তামিম ইকবালের।



তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১১.৩০ মিনিটে। ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিলো হোম অব ক্রিকেটে।
এদিকে ক’রোনা ইস্যুতে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা। ক্যারিবিয়ানদের স্কোয়াডের মাত্র পাঁচ ক্রিকেটার অভিজ্ঞতা রয়েছে ওয়ানডে খেলার। অর্থ্যাৎ প্রথম ওয়ানডে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছয় জন ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হলেন মিডল ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। এখন পর্যন্ত ৩৪ টি ওয়ানডে খেলেছেন তিনি।
ক’রোনায় আক্রান্ত হওয়াতে শেষ সময়ে এসে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে লেগ স্পিনার হেইডেন ওয়ালশকে। তাই প্রথম ওয়ানডেতে রোভম্যান পাওয়েলের সাথে পেসার আলজারি জোসেফ, সুনীল অ্যামব্রিস এবং অধিনায়ক জেসন মোহাম্মদই ক্যারিবিয়ানদের বল ভরসার নাম।
এদিকে বাংলাদেশ দলেও অভিষেক হতে পারে এক তরুণের, এই দৌড়ে আছেন পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ আর স্পিনার মাহেদী হাসান।
দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/মাহেদী হাসান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ, আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বনার, চেমার হোল্ডার, আকিল হোসেন এবং আলজারি জোসেফ।