সদ্য সমাপ্ত বছরের সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। দর্শকভোটে এবারের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছেন মেসি-রোনালদো-নেইমারদের মতো তারকারা।
এবারের একাদশটি একটু অন্যরকমই হয়েছে বলতে গেলে। সময়ের তিন সেরা তারকা মেসি, রোনালদো এবং নেইমারের সাথে একই একাদশে জায়গা করে নিয়েছেন গত মৌসুমের সেরা তারকা রবার্ট লেভানদোস্কি।
The UEFA Team of the Year, as voted by fans, is revealed ⚽️ pic.twitter.com/Ja4FROOybK
— B/R Football (@brfootball) January 20, 2021
এই চার সুপারস্টারকে দলে জায়গা দিতে গিয়ে অবশ্য যে একাদশ তৈরি হয়েছে সেটা দেখতে বেশ অদ্ভুত। নেইমারকে লেফট উইংয়ে জায়গা দিতে গিয়ে রোনালদোকে রাখা হয়েছে রাইট উইংয়ে। যদিও রোনালদো রাইট উইংয়ে কখনোই খেলেননি। আর মেসিকে তারা রেখেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।



তাদের সবার সামনে আছে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদোস্কি। গত মৌসুমে অবিশ্বাস্য গোল করার ক্ষমতার জন্যই তাকে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
মিডফিল্ডে মেসির সঙ্গে আছেন ম্যানসিটি তারকা কেভিন ডি ব্রুইন এবং থিয়াগো আলেকান্ত্রা। আর রক্ষণভাগে আছেন ডেভিস, ভ্যান ডাইক, রামোস এবং কিমিচ। আর গোলপোস্টে আছেন বায়ার্ন তারকা ম্যানুয়েল নয়্যার।