বুধবার আইপিএলের আট দল নিজেদের রিটেনড এবং রিলিজড ক্রিকেটারের তালিকা প্রকাশ করে দিল। চলতি আসরে বুধবারই ছিল রিটেনড ক্রিকেটারদের নাম ঘোষণা করার শেষদিন। দেখে নেওয়া যাক কোন দল কাদের ছেড়ে দিল আর কাদের রেখে দিল।



আরসিবি:
রিটেন করা হল যাদের- বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, দেবদূত পাডিক্কল, ওয়াশিংটন সুন্দর, জাম্পা, শাহবাজ নাদিম, জোশ ফিলিপ, কেন রিচার্ডসন, পবন দেশপাণ্ডে
ছাড়া হল যাদের- ময়েন আলী, শিবম দুবে, গুরকিরাত সিং, অ্যারন ফিঞ্জ, ক্রিস মরিস, নেগি, স্টেইন, প্যাটেল, উদানা, যাদব।
RCB have released some big names including Aaron Finch, Shivam Dube, and Chris Morrishttps://t.co/SOBRKVl3Zn pic.twitter.com/Alc3qeta8Q
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 20, 2021
রাজস্থান রয়্যালস:
রিটেন করা হল যাদের-
আসন্ন আইপিএলে সঞ্জু স্যামসন রাজস্থান দলের নেতৃত্ব দেবেন। এই প্রথমবার সঞ্জু নেতৃত্ব দেবেন কোনো দলকে। এদিন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ১৭ জন ক্রিকেটারকে রিটেন করবে তারা। ধরে রাখা বিদেশিদের মধ্যে রয়েছেন বেন স্টোকস, জোফ্রে আর্চার, জোশ বাটলার, এন্ড্রু টাই এবং ডেভিড মিলার। বাকি সকলকে রিলিজ করে দেওয়া হবে। স্টিভ স্মিথকে রিলিজ করে দিচ্ছে রয়্যালসরা।
Retained & revealed. ✅
From 2020 to 2021, these Royals are going nowhere. 😍#HallaBol | #RoyalsFamily | #IPL2021 | #IPLRetention pic.twitter.com/fdGwsMAY4D
— Rajasthan Royals (@rajasthanroyals) January 20, 2021
কিংস ইলেভেন পাঞ্জাব:
রিটেন করা হল যাদের-
ক্রিস গেইল, কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ঈশান পোড়েল, ক্রিস জর্ডন, রবি বিশ্নোই, প্রভসিমরণ সিং, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান, মহম্মদ শামি, নালকাণ্ডে, অর্শদীপ সিং, হরপ্রীত সিং, মনদীপ সিং
রিলিজড ক্রিকেটারদের তালিকা-
ম্যাক্সওয়েল, শেলডন কটরেল, কে গৌতম, জিমি নিশাম, মুজিব উর রহমান, হার্ডাস ভিলোজেন, করুণ নায়ার।
The mains have been retained! 🥳
Khush ho tussi? 🥰#IPLRetention #SaddaPunjab pic.twitter.com/oe3kGGRnEe
— Kings XI Punjab (@lionsdenkxip) January 20, 2021
কেকেআর:
যাদের রাখা হল-
কেকেআরে রিটেনড ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হল। ৬ বিদেশি এবং ১১ জন দেশিকে ধরে রাখা হচ্ছে- ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম স্টাইফার্ট
ছাড়া হল যাদের-
টম বান্টন, ক্রিস গ্রিন, নিখিল নাইক, সিদ্ধার্থ এম, সিদ্ধেষ লাড
📣 Meet the Retained Knights for #IPL2021#KKR #Cricket pic.twitter.com/dkW857CWX8
— KolkataKnightRiders (@KKRiders) January 20, 2021
দিল্লি ক্যাপিটালস:
-
ধরে রাখা হল যাদের-
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, হর্শল প্যাটেল, ললিত যাদব, প্রবীণ দুবে, আবেশ খান, কাগিসো রাবাদা, এনরিখ নর্তজে, ড্যানিয়েল স্যামস, মার্কাস স্টোয়িনিস, শিমরণ হেটমায়ার, ক্রিস ওকস
ছাড়া হল যাদের- কিমো পর, মোহিত শর্মা, লামিচানে, এলেক্স ক্যারি, জেসন রয়, তুষার দেশপান্ডে।
Delhi Capitals have retained most of the squad members who helped them reach the final of #IPL2020
Can they make another deep run in 2021? https://t.co/SOBRKVl3Zn pic.twitter.com/zpCAZmVAkO
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 20, 2021
মুম্বাই ইন্ডিয়ান্স:
রিটেনড ক্রিকেটার-
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, কায়রণ পোলার্ড, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিষান, কুইন্টন ডিকক, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, সৌরভ তিওয়ারি, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব, আদিত্য তারে, ক্রিস লিন, অনুকূল রায়, আনমোলপ্রীত সিং, মহসিন খান
ছাড়া হল যাদের:
লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লিনাঘান, নাথান কুইল্টার নাইল, জেমস প্যাটিনসন, শেরফানে রাদারফোর্ড
Two-time defending champions Mumbai Indians have parted ways with Lasith Malingahttps://t.co/SOBRKVl3Zn pic.twitter.com/erL9YRqTl4
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 20, 2021
সানরাইজার্স হায়দরাবাদ:
রিটেনড ক্রিকেটার-
ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বাসিল থামপি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নটরাজন, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আবদুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, বিরাট সিং
ছেড়ে দেওয়া হল যাদের-
সঞ্জয় যাদব, বিলি স্ট্যানলেক, ফাবিয়েন এলেন, ইয়ারা পৃথ্বীরাজ, বি সন্দীপ
Sunrisers Hyderabad have retained most of their squad from the last season
Can they make the playoffs again?https://t.co/SOBRKVl3Zn pic.twitter.com/L3V8Lh5nxk
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 20, 2021
চেন্নাই সুপার কিংস:
ধরে রাখা হল যাদের-
এমএস ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডু, ইমরান তাহির, ফাফ ডুপ্লেসিস, শার্দুল ঠাকুর, জোশ হ্যাজেলউড, মিচেল স্যান্টনার, লুঙ্গি এনগিদি, স্যাম কুরান
-
ছাড়া হল যাদের-
শ্যেন ওয়াটসন, মনু সিং, মুরলি বিজয়, পীযুষ চাওলা, হরভজন সিং, কেদার যাদব।
Harbhajan Singh, Piyush Chawla, Kedar Jadhav, and Murali Vijay are among the names CSK have releasedhttps://t.co/SOBRKVl3Zn pic.twitter.com/I5wU10m2f3
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 20, 2021