ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ আসরের নিলামের আগে নিজেদের প্লেয়ারদের তালিকা জমা দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখানেই দেখা যে সেরা তারকাদের আগামী আসরের জন্য রেখে দিয়েছে আইপিএল দলটি।



আরো পড়ুনঃ-আইপিএলের নতুন আসরে আট দল যাদের ধরে রাখল আর যাদের ছেড়ে দিল
গত আইপিএলে দলে থাকা মাত্র ৫ জন প্লেয়ার তারা ছেড়ে দিয়েছে। এই পাঁচজন হচ্ছে সঞ্জয় যাদব, স্বন্দিপ, বিলি স্টানলেক, ফঢ্যাবিয়ান অ্যালেন, পৃথ্বিরাজ।
আর অন্যদিকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, বেয়ারস্টো, উইলিয়ামসন, মোহাম্মদ নবি, রশিদ খান, মানিশ পান্ডে, মিশেল মার্শের মত প্লেয়ারদের রেখে দিয়েছে সানরাইজার্স।
🚨 Attention #OrangeArmy 🚨#RisersRetained for #IPL2021 📑#IPLRetention pic.twitter.com/OsPeoLnDy2
— SunRisers Hyderabad (@SunRisers) January 20, 2021