সময়টা মোটেও অনুকূলে নেই রিয়াল মাদ্রিদের। একের পর এক বাজে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে লস ব্ল্যাংকসরা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে এথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার আরও বড় অঘটনের শিকার হলো জিদানের দল। এবার তৃতীয় সারির দলের কাছে হেরে কোপা দেল রের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে রামোসের দল।
প্রতিপক্ষের মাঠে রাতে রাউন্ড অব থার্টি টু-এর ম্যাচে ২-১ গোলে হেরেছে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হোসে সোলবেস। আর শেষে হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে আলকোইয়ানো।



লা লিগায় গত বছরের শেষ ম্যাচে এলচের মাঠে ড্র করার পর নতুন বছরের শুরুতে সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এরপর ওসাসুনার মাঠে আবারও পয়েন্ট হারিয়ে বসে মাদ্রিদের দলটি।
এবার বিদায় নিল কোপা দেল রেতে প্রথম খেলতে নেমেই। গতবার এই প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত উঠেছিল তৃতীয় সর্বোচ্চ এর ১৯ বারের চ্যাম্পিয়নরা।