টি-টেন লিগের চতুর্থ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে মনোনীত হলেন বাংলাদেশী তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রব।



টি-টেন লিগের গত আসরে বাংলা টাইগার্সের হয়ে বাংলাদেশী ক্রিকেটার থাকলেও ছিলেন না কোন আইকন ক্রিকেটার। লঙ্কান ইসুরু উদানাকে বাংলা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করলেও এবারের আসরে খেলছেন না তিনি। তাই এবারের আসরে বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হলেন আফিফ হোসেন। বাংলা টাইগার্স ও টি-টেন অফিসিয়ালি এই ঘোষণা দিয়েছে।
Hands up if you can't wait to watch Afif Hossain in action! 🙋♂️
The talented Bangladesh youngster is ready for action with @BanglaTigers_ae as their Icon Player 🐯💪#AbuDhabiT10 #InAbuDhabi pic.twitter.com/2abbObs6Qo
— T10 League (@T10League) January 24, 2021
এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন দুই বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান।
আফিফ-মেহেদীর দলের অন্যান্যরা হলেন জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী ও মুজিব-উর-রহমান।
এবারের টি-টেন লিগের আসরে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার- মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মুক্তার আলী, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি শুরু হবে আবুধাবি টি-টেন লিগের এবারের আসর। শেষ হবে ৬ ফেব্রুয়ারী। আসরে অংশ নেবে মোট আট দল।