স্প্যানিশ কোপা দেল রে’র ম্যাচে কোন রকমে জয় পেয়েছে বার্সেলোনা। কর্নেল্লাকে নির্ধারিত সময়ের একেবারে শেষে গোল দিতে না পারলেও অতিরিক্ত সময়ে ঠিকই দুই গোল দিয়ে জয় তুলে নেয় কাতালান জায়ান্টরা।
প্রথম রাউন্ডের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে থেকে বিদায় করেছিল কর্নেল্লা। সেই কর্নেল্লা এবার আরেকটি অঘটনের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি।



গতরাতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২ এর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে প্রায় অঘটন ঘটিয়েই ফেলেছিল তারা। নির্ধারিত ৯০ মিনিট বার্সাকে আটকে রেখেছিল। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে গিয়ে আর পেরে উঠেনি।
নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গিয়ে ২ মিনিটেই এগিয়ে যায় বার্সা। ওসমানে দেম্বেলে এগিয়ে দেন বার্সাকে। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মার্টিন ব্র্যাথওয়েট গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।