ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ঘরোয়া বেটওয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সোমবার রোমাঞ্চকর লড়াইয়ে কেপ কোবরার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে নাইটস। মিগেল প্রিটোরিয়াসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় পায় তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামা কেপ কোবরা জুবায়ের হামজা ও কাইল ভেরেইনের ব্যাটে ৫ উইকেটে করে ১৬৭ রান। ওপেনার হামজা ১০ চার ও ২ ছক্কায় ৪৯ বলে করেন অপরাজিত ৭৭। ভেরেইন ৫ চার, এক ছক্কায় ৩১ বলে করেন ৪৫ রান।
রান তাড়ায় নাইটসের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪২ রান করেন রায়নার্ড ফন টোন্ডের। অধিনায়ক পিট ফন বিলিয়োনের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৯। দিন শেষে সবাইকে ছাপিয়ে নায়ক প্রিটোরিয়াস।
শেষ ওভারে নাইটসের প্রয়োজন ছিল ১৯ রান। জিয়াদ আব্রাহামসের প্রথম তিন বলে ১ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৩।
প্রিটোরিয়াস স্ট্রাইক পাওয়ার সময় ৩ বলে দরকার ছিল ১৬ রান। পরপর দুটি ছক্কা মেরে বাঁচিয়ে রাখেন আশা। এরপর ‘নো’ বলের কল্যাণে আসে ১ রান, আরেকটি সুযোগ পান প্রিটোরিয়াস। এবার বাউন্ডারিতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৮ বলে ২ ছক্কা, এক চারে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার করেন ১৯ রান।
🚨 RESULT | @KnightsCricket WIN BY 4 RUNS
🤯 What a finish. The Knights claim victory off the final ball of the match – their first of the #BetwayT20Challenge#KNIvCOB pic.twitter.com/GJZOOqRi5D
— Cricket South Africa (@OfficialCSA) February 22, 2021