পাকিস্তান সুপার লিগের চতুর্থ ম্যাচে হাফিজ-ফখর জামানের ঝড়ো ব্যাটিংয়ে গেইলের দারুন ইনিংসকে ভেস্তে দিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৯ উইকেটের বিশাল ব্যবহানে হারিয়েছে লাহোর কোয়ালান্দার্স।
সোমবার (২২ ফেব্রুয়ারী) করাচিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে কোয়েটা। যেখানে দুইবার জীবন পেয়েও শতক করতে পারননি গেইল। যদিও ৪০ বলে ৬৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। এছাড়াও সরফরাজ করেন ৩৩ বলে ৪০ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ফখর আর বাবরের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পাত্তাই পায়নি কোয়েটা বোলাররা। ফখরের ৫২ বলে অপরাজিত ৮২ ও হাফিজের ৩৩ বলে ৭৩ রানের তুলকালাম ইনিংসে ১৮.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় লাহোর।
সংক্ষিপ্ত স্কোর:
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৭৮/৬(২০)
গেইল ৬৮(৪০), সরফরাজ ৪০(৩৩)
হারিস রউফ ৩/৩৮
লাহোর কোয়ালান্দার্স ১৭৯/১(১৮.২)
ফখর জামান ৮২(৫২)*, হাফিজ ৭৩(৩৩)*
জাহিদ ১/২৮