স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি দেশে ফিফটি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল। গতকাল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অর্ধশতক হাঁকিয়ে এমন রেকর্ড নিজের নামে করে নেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।



সোমবার লাহোর কালান্দারসের বিপক্ষে ৫টি করে চার-ছয়ের মারে ৬৮ রানের ইনিংস খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ব্যাটসম্যান ক্রিস গেইল। আর সেই ইনিংসের মাধ্যমে ১২তম দেশ হিসেবে পাকিস্তানে এমন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন গেইল।
দ্যা ইউনিভার্স বস খ্যাত এই ক্যারিবিয়ান সব মিলিয়ে ১২টি দেশে মোট ১০৮ টি ফিফটি হাঁকিয়েছেন।
Players with 50+ scores in most countries in T20s:
12 – Chris Gayle
[ENG 7, SA 7, WI 20, NZ 1, IND 37, AUS 7, ZIM 3, BAN 11, USA 3, SL 3, UAE 8, PAK 1]11 – Rohit Sharma
[IND 44, SA 3, ENG 2, WI 2, SL 3, BAN 3, UAE 4, AUS 2, USA 2, IRE 1, NZ 3]#PSL #QGvLQ— ESPNcricinfo stats (@ESPNcric_stats) February 23, 2021
তবে ১১টি দেশে ফিফটি হাঁকিয়ে এই রেকর্ড ভারতের হিটম্যান খ্যাত ওপেনার রোহিত শর্মার সাথে ছিলেন গেইল। তবে গতকাল সেটা টপকে বিশ্বে এই রেকর্ড এখন এই ক্যারিবিয়ানের।
Players with 50+ scores in most countries in T20s:
12 – Chris Gayle
[ENG 7, SA 7, WI 20, NZ 1, IND 37, AUS 7, ZIM 3, BAN 11, USA 3, SL 3, UAE 8, PAK 1]11 – Rohit Sharma
[IND 44, SA 3, ENG 2, WI 2, SL 3, BAN 3, UAE 4, AUS 2, USA 2, IRE 1, NZ 3]#PSL #QGvLQ— ESPNcricinfo stats (@ESPNcric_stats) February 23, 2021