সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলতে ছুটি চেয়েছিলেন বিসিবির কাছে। বোর্ড সেটা মঞ্জুরও করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকেও বিসিবি আইপিএল খেলার অনুমতি দেবে কিনা।
গত রোববার এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন মোস্তাফিজ চাইলে বোর্ড তাকেও আটকাবে না। তবে এ বিষয়ে এতদিন মোস্তাফিজ কিছু না বললেও আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি৷ তার মতে, আইপিএলের চেয়েও তার কাছে দেশ আগে।
তবে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে যদি দলে ডাক পান তাহলে আইপিএল খেলতে যাবেন না মোস্তাফিজ। তবে স্কোয়াডে না থাকলে বিসিবির থেকে ছুটে নিয়ে আইপিএল খেলতে উড়াল দিবেন তিনি।
এ বিষয়ে মোস্তাফিজ বলেন, “শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো বলবেই যে আমি দলে নাই। পরবর্তীতে বিসিবি যদি অনুমতি দেয় তাহলে আইপিএল খেলতে যাব।”