আইসিসি’র প্রাক্তন আম্পায়ার নাদির শাহ ফুসফুস ক্যান্সারের সাথে লড়ছেন। বর্তমানে চিকিৎসার জন্য তিনি ভারতে আছেন। ৫৭ বছর বয়সী এই আম্পায়ার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এবং কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
























প্রায় এক বছর আগে এই রোগে আক্রান্ত হন নাদির শাহ। এখন চতুর্থ পর্যায়ে রয়েছে ক্যান্সারটি। তবে নাদির শাহ’র দাবি ক্লিনিকালি তিনি ভালো আছেন। ২০১২ সালে এক টিভি স্টিং অপরেশনে ধরা পড়ার পর তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো বিসিবি।
তবে ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা বাতিল করে তাকে ঘরোয়া ম্যাচে আম্পায়ারের জন্য অনুমতি দেয়া হয়। এই মুহুর্তে বিসিবি’র আংশিক অর্থায়নেই চিকিৎসাধীন রয়েছেন নাদির শাহ। মার্চের শুরুতে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নাদির শাহ ৪১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ২০০৬ সালে বগুড়াতে বাংলাদেশ ও কেনিয়ার মধ্য দিয়ে তার আন্তর্জাতিক আম্পায়ার হিসেনে অভিষেক হয়।