সংযুক্ত আরব আমিরাতের প্রথম টেস্টে জিম্বাবুয়ে বোলিংতোপে প্রথম ইনিংসে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। যা আরব আমিরাতের মাটিতে টেস্টে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড।
























আবুধাবিতে এই টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে আফগানিস্তান। মুজুরাবানি আর নাইচোর দুর্দান্ত পেসের সামনে দাঁড়াতেই পারেননি তেমন কোন ব্যাটসম্যান। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৩১ তেই শেষ হয় ইনিংস।
এদিকে ম্যাচের প্রথম বলেই বোল্ড হয়েছেন আফগান অভিষিক্ত ওপেনার আব্দুল মালিক। অভিষেকে আর ম্যাচের প্রথম বলে গোল্ডেন ডাকের সাথে লজ্জার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আফসার জাজাই। এছাড়াও ৩১ রান করেন ইব্রাহিম জাদরান। জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন মুজুরাবানি ও ৩ উইকেট নেন নায়োচি।
সংক্ষিপ্ত স্কোর:-
আফগানিস্তান প্রথম ইনিংস: ১৩১( আফসার জাজাই ৩৭; মুজুরাবানি ৪/৪৮)
At lunch on day one, Zimbabwe have already taken five wickets in Abu Dhabi 😮
How will Afghanistan respond from here? #AFGvZIM
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 2, 2021